ধাইনগর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কারাগারে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির আত্মসমর্পণ করেছেন। বুধবার সকালে বিজ্ঞ বিশেষ আদালত এবং জেলা ও দায়রা জজ মো. এনামুল বারীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত সুত্রে জানা গেছে, ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ২০১৪ সালের ২৪ জুন রামজান মাসের ভিজিডির ২৩ মে.টন (৪৬৬ বস্তা) চাল বরাদ্দ পান এবং ৩০ জুন সেই চাল শিবগঞ্জ গোডাউন থেকে উত্তোলন করে ধাইনগর ইউনিয়ন পরিষদের গুদামে ৪৩৪ বস্তা চাল জমা করেন। অবশিষ্ট ৩২ বস্তা চাল না পাওয়ায় শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে শিবগঞ্জ থানায় চাল আত্মসাতের অভিযোগে একই বছরের ৬ জুলাই মামলা দায়ের করেন। মামলটি দুর্নীতি দমন কমিশনে (দুদক)স্থানান্তর করে পুলিশ। পরবর্তীতে মামলার তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালত “খ” অঞ্চলে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। গতকাল বুধবার আদালতে হাজিরার ধার্যদিনে চেয়ারম্যান হুমায়ুন কবির হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। মামলায় দুদকের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাদরুল আমিন এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট গোলাম কবির, অ্যাডভোকেট শামসুল হক ও অ্যাডভোকেট মো. ইসাহাক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৩-১৬

,