দূর্নীতি বিরোধী র‌্যালী ও মতবিনিময় সভা

“দেশ প্রেমের শপথ নিন, দূর্ণীতিকে বিদায় দিন” শ্লোগানে দূর্ণীতি সপ্তাহ উদযাপন উপলক্ষে দূর্ণীতি বিরোধী র‌্যালী ও মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার বিকেলে এই উপলক্ষে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এম.এম হক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সকলের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।  জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহায়তায় সভায় অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম বার। স্বাগত বক্তব্য রাখেন জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু। উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাকসুদা বেগম সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজদার রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মান্নান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোখলেশুর রহমান আকন্দ, মুক্তিযোদ্ধাগণ, কাউন্সিলর বৃন্দসহ এম.এম হক বিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সভায় বক্তারা সুশীল সমাজ, রাজনীতিবিদ, প্রশাসনসহ তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সমাজের সকলকে দূর্ণীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৬