গঠন হল স্বর্ণকিশোরী সুু-স্বাস্থ্য ক্লাব

জেলা স্বর্ণকিশোরীর উদ্যোগে স্বর্ণকিশোরী স্কুল ভিত্তিক সু-স্বাস্থ্য ক্লাব গঠন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার দুপুরে শহরের গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে একটি শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে এই ক্লাব গঠন করা হয়। বিদ্যালয়ের প্রতিটি ক্লাশ থেকে ৪ জন মেয়ে ও ২ জন ছেলে নিয়ে মোট ৩০ সদস্যের ক্লাব গঠন করা হয়েছে। এসময় গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ উপস্থিত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বর্ণকিশোরী ফারিয়া পারভীন মেঘাকে ক্লাব গঠনে সহযোগিতা করেন। স্বর্ণকিশোরী স্কুল ভিত্তিক স্বু-স্বাস্থ্য ক্লাবে মোট ২০ জন মেয়ে ও ১০ জন ছেলে সদস্য নেয়া হয়। ক্লাবের উপদেষ্টা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ। সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বর্ণকিশোরী ফারিয়া পারভীন মেঘা। বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রধান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সচেতন অভিভাবকগণ ক্লাবের উপদেষ্টা হিসেবে থাকবেন। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষার্থী সাধারণ সদস্য হিসেবে কাজ করবেন। ক্লাবের সদস্যরা স্বু-স্বাস্থ্য কার্যক্রম, বাল্য বিবাহ ও যৌতুক বন্ধ, নারী নির্যাতন বন্ধে জনসচেতনতা সৃষ্টি, বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ গঠনে কাজ করবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৬