শিক্ষার্থীদের মাঝে ব্যাংকি ধারণা সৃষ্টির লক্ষে অনুষ্ঠিত হল স্কুল ব্যাংকিং কনফারেন্স

শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং ধারণা প্রদান এবং সঞ্চয়ী মনোভাব তৈরীর লক্ষ্যে স্কুল ব্যাংকিং করফারেন্স হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
সোমবার সকালে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে শহরের শান্তিমোড়স্থ পীস ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজ চত্বরে এই স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা অধ্যাপক ইব্রাহীম। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক প্রকৌশলী সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার এফ.এ.ভি.পি ও ব্যবস্থাপক সাইফুল ইসলাম, এনামুল হক তুফান, স্কুলের প্রধান শিক্ষক রাকিব উদ্দিনসহ অন্যরা। এসময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
শেষে পীস ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের নামে এ্যাকাউন্ট খোলেন অভিভাবকরা। বাংলাদেশ ব্যাংকের অনুপ্রেরণায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং বিষয়ে ধারণা প্রদান এবং সঞ্চয়ী মনোভাব তৈরীর করার লক্ষ্যেই এই স্কুল ব্যাংকিং কনফারেন্সের আয়োজন বলে জানান আয়োজক ব্যাংক কর্তৃপক্ষ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৬