নাচোলে গ্রেফতার হলেন জামায়াত নেতা কেরামত আলীসহ ৩ জন

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর  কেরামত আলী সোমবার নাচোল থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এসময় গ্রেফতার হয়েছেন আরো দু জামায়াত কর্মী। পুলিশ জানিয়েছে, গ্রেফতার অভিযানকালে তাদের কাছ থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কেন্দবোনা সততা ইট ভাটায় জামায়াত শিবির নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে নাচোল থানার ওসি ফাছির উদ্দীন, এসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় শিবগঞ্জ উপজেলার জালমাছমারী গ্রামের দাউদ আলীর ছেলে কেরামত আলী (৬০), বাবুপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে আলকাস আলী(৫২) ও সেলিনাবাদ গ্রামের রইচ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৯) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নাশকতা, বিস্ফোরকসহ বিভিন্ন মামলা রয়েছে।
নাচোল থানার ওসি ফাছির উদ্দীন জানান, ইটভাটায় অভিযানকালে তাদের কাছ থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে নাচোল থানায় একটি বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৮-০৩-১৬

,