শাহনেয়ামতুল্লাহ কলেজে ৬ টি বিভাগের প্রথম বর্ষ সম্মাণ শ্রেনীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শহরের বেসরকারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শাহ নেয়ামতুল্লাহ কলেজের ৬ টি বিভাগের প্রথম বর্ষ সম্মাণ শ্রেনীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে এসারটার দিকে কলেজের অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় গভর্নিং বডির সদস্য শামসুল হক, হাসিব হোসেন, স্টাফ কাউন্সিলের সেক্রেটারী মাহফুজুল হাসান, গভর্নিং বডিরে শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের প্রধান শাহীন কাওসার প্রমূখ। এসময় কলেজের অনান্য গভর্নিং বডির সদস্য,শিক্ষক, সকল বিভাগ ও ¤্রণেীর শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষ কলেজ শিক্ষার্থীরা আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীণদের বরণ করে নেয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৬