নাচোলের দুই ডিগ্রী কলেজের নবীণবরণ ও বিদায় অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুটি ডিগ্রী কলেজে নবীণ-বরণ,এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টিত হয়েছে। এ সময় নাচোল মহিলা ডিগ্রী কলেচের প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
সোমবার সকালে নাচোল মহিলা ডিগ্রী কলেজে নবীণ-বরণ,এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আহম্মেদ আনোয়ার আল শহীদ জুয়েল, আ’লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, নাচোল খ,ম,উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক, শিক্ষা অনুরাগী আলহাজ্ব আব্দুল হাকিম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কলেজের প্রভাষক মশিউর রহমান বাবু।
অপর দিকে, নাচোল ডিগ্রী কলেজে নবীণ-বরণ,এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, নাচোল ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আল্লামা আকবর, নেজামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আহম্মেদ আনোয়ার আল শহীদ জুয়েল, আ’লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
শেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৮-০৩-১৬


,