জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার মেয়র সাইদুর রহমান, রহনপুর পৌর মেয়র তারেক আহমেদসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এতে চাঁপাইনবাবগঞ্জে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এবং সরকারের উন্নয়ন প্রকল্পগুলো যথাযথাভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৬