পাথর আমদানী জটিলতা নিরসনে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের বৈঠক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানীর জটিলতা নিরসনে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স এর কার্যালয়ে যৌথ সভা বুধবার শুরু হয়েছে। বিকেলে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স এর সভাপতি জয়ন্ত কুন্ড’র সভাপতিত্বে এ সভা শুরু হয়। এতে বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও ভারতের পক্ষে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স এর সাধারণ সম্পাদক শ্রী উজ্জল সাহা নেতৃত্ব দিচ্ছেন। সভায় সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি কবিরুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব সহ ৮ জন প্রতিনিধি ও মহদিপুর এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের ৮ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় উভয় দেশের আমদানী-রপ্তানী কার্যক্রম সুষ্ঠুভাবে চলিয়ে যাবার উপর গুরুত্ব দেয়া হয়। বুধবার সন্ধ্যায় মুলতবী সভা ১৭ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকবে এবং পরবর্তীতে গৃহীত সিদ্ধান্তবলী যৌথভাবে ঘোষণা করা হবে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সচিব বঙ্কিম চন্দ্র সভার বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৩-১৬