শিবগঞ্জের সাহাপাড়ায় অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ভস্মিভুত

শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজারে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলা হয়েছে।
ক্ষতিগ্রস্থ দোকানদার ও স্থানীয়রা জানায়, বুধবার ভোররাত ৪ টার দিকে  সাহাপাড়া রাজারে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হলে স্থানীয় লোকজন জানতে পেরে প্রথমে নিজেদের চেষ্টায় আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শিবগঞ্জ ফায়ার সার্র্ভিস অফিস থেকে লোকজন গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এসময়ের মধ্যে ৭টি দোকানঘর মালামাল সহ পুড়ে ভম্ম হয়ে যায়। শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ম্যান সাকির আলম জানান, বিদ্যুত শট সার্কিট হাউস থেকে আগুনের সূত্রপাতে এ অগ্নি কান্ডে দোকানদার শ্রী স্বপন কুমার, পিন্টু, স্বাধীন, মাহবুব, সাদিকুল ও মনিরুলের প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। তবে, দোকানদাররা ক্ষতির পরিমান আরো বেশী বলে দাবী করেন। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা দাবি করেন।
উল্লেখ্য যে মাত্র ৩ বছরের ব্যবধানে একই স্থানে ৩ বার অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৬-০৩-১৬

,