এক্সিম ব্যাংক কৃষি বিশ্ব বিদ্যালয়ে নাসার কম্পিউটার ও মোবাইল এপ্লিকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এক্সিম ব্যাংক এগ্রিকালচার ইউনিভাসিটির সম্মেলন কক্ষে নাসার কম্পিউটার এবং মোবাইল এপ্লিকেশন তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এসোসিয়েশন ফর সফটওয়ার এন্ড ইনফরমেশন সোসাইটি (বেসিস) এর সহযোগিতায় ও এ∙িম ব্যাংক এগ্রিকালচার ইউনিভাসিটির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এ∙িম ব্যাংক এগ্রিকালচার ইউনিভাসিটির উপাচার্য প্রফেসর ড.আব্দুল মান্নান আকন্দ।
কর্মশালায় সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আগ্রহী করে তোলা, মহাকাশ সম্পর্কে জানা, নাসা এবং তাদের আগামী দিনের মহাকাশ অভিযান সম্পর্কে সফটওয়্যার তৈরি করার পরামর্শ বিষয়ক আলোচনা করা হয়। কর্মশালায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, এ∙িম ব্যাংক এগ্রিকালচার ইউনিভাসিটির জেনেটি∙ এন্ড প্ল্যান্ট বিডিং বিভাগের সহকারী অধ্যাপক ড.আরিফুল ইসলাম, এ∙িকিউটিভ মেম্বার রিজভি আলম, বেসিস এর আঞ্চলিক কোঅর্ডিনেটর এম.এন.নাহিদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সোহান রিদওয়ান প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে প্রফেসর ড.আব্দুল মান্নান আকন্দ বলেন, ‘প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করেছে। বর্তমান যুগে মানুষ প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন কার্যবলি ছাড়াও মহাকাশ গবেষনাসহ পৃথিবীর সবধরনের গবেষনা এ প্রযুক্তির মাধ্যমে সম্পাদন করছে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৩-১৬