ভোলাহাটে বিএনপি’র চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশিদের বেঠক

ভোলাহাটে ইউপি নির্বাচনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশিতদে মতবিনিময় সভা মঙ্গলবার বিকেল দলীয়^ কার্যালয় সন্ন্যাসীতলা মেডিকেলমোড়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সহসভাপতি আব্দুল কাদেরের আহবানে স্বাগত বক্তব্য রাখেন, আমিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব একরামুল হক, যুবদলের সাদারণ সম্পাদক মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক লাল দেওয়ান, ইউপি যুবদলের সাধারণ সম্পাদক আকবর আলী, মহিলা নেত্রী শাহনাজ পারভীন প্রমূখ। মতবিনিময় সভায়  চেয়ারম্যান প্রার্থী হিসেবে  আলহাজ্ব একরামুল হক নিজেকে প্রার্থী হিসেবে উপস্থিত নেতাকর্মীদের সালাম জানান। পরে আরো ৯জন নেতাকর্মী মত দিলে আলোচনা সভায় বিএনপি নেতা বিআরডিবি’র কর্মী আব্দুল মালেক এবং পর্যায়ক্রমে ২জন নুরে আলম অপু এবং মইনুল ইসলাম মনোনয়ন না নিতে মতামত প্রকাশ করেন। পরবর্তীতে মোট ৬জন প্রার্থী তাদের স্থানে অটল আছেন। এদের মধ্যে-সভার আহবায়ক আব্দুল কাদের, আলহাজ্ব একরামুল হক, মুনসুর আলী, লাল দেওয়ান, আকবর আলী ও শাহনাজ পারভীন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আল: একরামুল হক বলেন, মতবিনিময় সভায় উপস্থিত বড় একটি অংশ চেয়ারম্যান হিসেবে তাকে সমর্থন করেন বলে জানান। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৬-০৩-১৬

,