নৃ-তাত্বিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষা বৃত্তি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০১৫-২৬ অর্থবছরে বিশেষ এলাকার উ্ন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার নৃ-তাত্বিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন কল্পে শিক্ষা বৃত্তি প্রদান ও পাওয়ার ট্রিলার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকৌশলী আ.ন.ম ওয়াহিদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার শামিম আহম্মেদ, সদর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান শাহজাহান আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম। পরে প্রধান অতিথি নৃ-তাত্বিক জনগোষ্ঠির ১৮২ জন শিক্ষার্থীকে ৪মাসের ৪ লাখ ৪২ হাজার ৮শ টাকা প্রদান করেন।
কেজিপুর ডিগ্রি কলেজের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন
এদিকে চাঁপাইনবাবগঞ্জে কেজিপুর ডিগ্রি কলেজের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন ও এম আফজাল হোসেন ও রওশন জাহান মিলনায়তনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে কেজিপুর কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ। সম্মানিত অতিথি ছিলেন, এ∙িম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান আকন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৩-১৬