শিল্পকলা একাডেমীর অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে দেশব্যাপী অ্যাক্রোবেটিক দল দেশ ব্যাপী আক্রোবেটিক প্রদশনীর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে জেলা  শিল্পকলা একাডেমীর অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আক্রোবেটিক প্রদশনীর শুভ উদ্বোধন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর ক্যালচারাল অফিসার অতি.দায়িত্ব মোঃ ফারুকুর রহমান ফয়সল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম,  বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান,নামোশংকরবাটী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল জলিল, মোহিত কুমার দাঁ, মনিম উদ দৌলা চৌধুরী, প্রভাষক গোলাম ফারুক মিথুন প্রমুখ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৩-১৬