১ম বিভাগ ক্রিকেট লীগে মিতালি সংঘের জয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১ম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৫-১৬ চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে শুক্রবারের খেলায় জয় পেয়েছে মিতালি সংঘ। তারা ৭ উইকেটে কানসাট ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কানসাট ক্লাব ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে দলের পক্ষে শহিদুল ১০, বুলবুল ৭ রান করে। মিতালি সংঘের বোলার পায়েল ৯ ওভার ১৯ রানে ৫ টি, হানিফ ৩.৩ ওভারে ২টি উইকেট লাভ করে। ৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মিতালি সংঘ ৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সফর ২০, রকি ১৪ রান করে। কানসাট ক্লাবের বোলার ডিকি ১ ওভার ১৫ রানে ২ টি, নয়ন ৩.৪ ওভারে ২৮ রানে ১টি উইকেট লাভ করে। আম্পাায়ারের দায়িত্ব পালন করেন জনি ও রুবেল, স্কোরার মাহফুজ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৬-০২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৬-০২-১৬