আইনজীবি সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত বীনা- আকরাম প্যানেল বিজয়ী হয়েছে।
সমিতি সূত্র জানিয়েছে,
বীনা-আকরাম প্যানেল থেকে সভাপতি পদে সাদিকাতুল বারী বীনা (৭৯ ভোট) ও সাধারণ সম্পাদক পদে আকরামূল ইসলাম (৮১ ভোট) সহ ৮টি কার্যকরী পদের প্রার্থীরা জয়ী হয়েছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদের প্রার্থী আব্দুস সামাদ (৬৬ ভোট) ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম (৭০) হেরে গেলেও ৫টি কার্য়করী পদে তারা জয়লাভ করেছে। এ ছাড়া মানবাধিকার আইনজীবি প্যানেল থেকে ১ জন কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছে। সমিতি ভবনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্য়ন্ত ২০০ জন ভোটারের মধ্যে ১৮৩ জন তাদের ভোট দেন। গনণার পর রাত সোয়া আটটায় প্রধান নির্বাচন কমিশনার আ্যাড.মোহাম্মদ তাহির জামিল পূর্নাঙ্গ ফলাফল ঘোষনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০২-১৬
সমিতি সূত্র জানিয়েছে,
বীনা-আকরাম প্যানেল থেকে সভাপতি পদে সাদিকাতুল বারী বীনা (৭৯ ভোট) ও সাধারণ সম্পাদক পদে আকরামূল ইসলাম (৮১ ভোট) সহ ৮টি কার্যকরী পদের প্রার্থীরা জয়ী হয়েছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদের প্রার্থী আব্দুস সামাদ (৬৬ ভোট) ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম (৭০) হেরে গেলেও ৫টি কার্য়করী পদে তারা জয়লাভ করেছে। এ ছাড়া মানবাধিকার আইনজীবি প্যানেল থেকে ১ জন কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছে। সমিতি ভবনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্য়ন্ত ২০০ জন ভোটারের মধ্যে ১৮৩ জন তাদের ভোট দেন। গনণার পর রাত সোয়া আটটায় প্রধান নির্বাচন কমিশনার আ্যাড.মোহাম্মদ তাহির জামিল পূর্নাঙ্গ ফলাফল ঘোষনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০২-১৬