মল্লিকপুরে চেয়ারম্যান টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্টে চাঁদপাড়ার জয়
নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত মল্লিকপুর গরু হাট মাঠে অনুষ্ঠিত চেয়ারম্যান টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০১৬ এর বুধবারের খেলায় জয় পেয়েছে চাঁদপাড়া ক্রিকেট দল। তারা ৩ রানে উত্তর মল্লিকপুর ক্রিকেট দল কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে চাঁদপাড়া ক্রিকেট দল ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে হাসান ৫৭, রাজিব ৩৮ রান করে। উত্তর মল্লিকপুরের বোলার মামুন ৪ ওভার ৪৪ রান ৪টি, খাদেম ৪ ওভার ৪৮ রানে ১টি উইকেট লাভ করে। ১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উত্তর মল্লিকপুর ক্রিকেট দল ১৭ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সেমাজুল ৪৬, মামুন ৩১ রান করে। চাঁদপাড়া ক্রিকেট দলের বোলার নাইম ৪ ওভার ৩৭ রানে ৩ টি, সুমন ৩ ওভার ৩৩ রানে ৩টি উইকেট লাভ করে। এখেলায় ম্যান অব দ্যা ম্যাচ হাসান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৭-০২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৭-০২-১৬