১ম বিভাগ ক্রিকেট লীগে কানসাট ক্লাবের জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১ম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৫-১৬ চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে বুধবারের খেলায় জয় পেয়েছে কানসাট ক্লাব। তারা ৬০ রানে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কানসাট ক্লাব ৪৫.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে হৃদয় ৫৯, আমিনুল ৩৮ রান করে। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র =র বোলার  নাইম ১০ ওভার ৩৭ রান ৪টি, সাউন ১০ ওভার ৩৩ রানে ২টি উইকেট লাভ করে। ২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র  ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নাইম ৫০, সাউন ৪৯ রান করে। কানসাট ক্লাবের বোলার বাবলা ৮ ওভার ১৭ রানে ৩ টি, নয়ন ৯ ওভার ৩৫ রানে ৩টি উইকেট লাভ করে। আম্পায়ারের দায়িত্ব পালন করে জনি ও পান্না। স্কোরার রকি মিঠুন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৭-০২-১৬