ইসলামপুরে সন্ত্রাসবিরোধী মানববন্ধনে অংশ নিল হাজার হাজার শিক্ষর্থী
চাঁপাইনবাবগঞ্জের সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ইসলামপুরে সন্ত্রাসবিরোধী মানববন্ধন করেছে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
মঙ্গলবার দুপুরে ইসলামপুরের চাটাইডুবিতে কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে ঘন্টাব্যাপি আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। সাম্প্রতিক বিদ্যমান দু’টি গ্রুপের অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনের বিস্তৃতি ঘটে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে। পরে চাটাইডুবিহাট মাঠে সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম। সন্ত্রাসী বিরোধী এই সমাবেশে বক্তারা বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সান্ত্রাসের কারণে ইসলামপুর আতঙ্কেও এলাকায় পরিণত হয়েছে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ সন্ত্রাস প্রতিহত করতে হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’ গ্রুপের এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে দফায় দফায় রক্ষক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজনকে কুপিয়ে হত্যাও করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০২-১৬
মঙ্গলবার দুপুরে ইসলামপুরের চাটাইডুবিতে কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে ঘন্টাব্যাপি আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। সাম্প্রতিক বিদ্যমান দু’টি গ্রুপের অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনের বিস্তৃতি ঘটে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে। পরে চাটাইডুবিহাট মাঠে সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম। সন্ত্রাসী বিরোধী এই সমাবেশে বক্তারা বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সান্ত্রাসের কারণে ইসলামপুর আতঙ্কেও এলাকায় পরিণত হয়েছে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ সন্ত্রাস প্রতিহত করতে হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’ গ্রুপের এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে দফায় দফায় রক্ষক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজনকে কুপিয়ে হত্যাও করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০২-১৬