বিশ্বে কম, তবু দেশে বাড়ছে সোনার দাম

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ল। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ২২৫ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা।  বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামী শনিবার থেকে নতুন দাম কার্যকর হবে।  নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪৩ হাজার ৭৪০ টাকা। দেশে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমই রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় আন্তর্জাতিক বাজারে এক আউন্স (২.৪৩০৫ ভরি) সোনার দাম ১১৪৭ ডলার বা ৯১ হাজার ৭৬০ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এক ভরি সোনার দাম ৩৭ হাজার ৭৫৩ টাকা। এ হিসেবে দেশের বাজারে সোনার দাম পাঁচ হাজার ৯৮৭ টাকা বেশি রয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে তিন হাজার ৭৫০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম তিন হাজার ৫৭০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম তিন হাজার টাকা ও সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম দুই হাজার ৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৩ জানুয়ারি থেকে ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ২২৫ টাকা দাম বাড়ান ব্যবসায়ীরা।
গত বছরের ৫ ডিসেম্বর ও ৯ নভেম্বর এক হাজার ২২৫ টাকা করে টানা দুইবার সোনার ভরিতে দাম কমানো হয়। তবে তখনো আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বেশি ছিল। কখনোই আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারের দামের সমন্বয় করছেন না ব্যবসায়ীরা।

গত বছর ১৭ অক্টোবর সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়ায় বাজুস। এর আগে ৪ আগস্ট আরো এক হাজার ২২৫ টাকা ভরিতে কমানো হয়। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ৪১ হাজার ৭৫৭ টাকা।
গত বছর ২২ জুলাই দেশের বাজারে সোনার দাম ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ৫৪০ টাকা কমানো হয়। এতে তখন এক ভরি সোনার দাম দাঁড়ায় ৪২ হাজার ৯৮১ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সূত্র ঃ এনটিভি অনলাইন/ ০৪-০২-১৬