ইরিবোরো মৌসুম > অনুকূল আবহাওয়ায় উৎফুল্ল শিবগঞ্জের চাষীরা

মাঘের কনকনে শীত উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতি ইরিবোরো মৌসুমের জমি আবাদ ও চারা রোপনে ব্যস্ত সময় কাটাচেছ। দূরদূরান্ত থেকে শতশত কামলা রোজগারের জন্য ছুটে আসছে শিবগঞ্জে।
এবার আবহাওয়া অনুকুল হওয়ায় শিবগঞ্জের কৃষকদের মাঝে উৎফুল্লতা লক্ষ্য করা যাচ্ছে। ইরিবোরো রোপনের সময় সংকীর্ন বলে সব কাজের আগে প্রাধান্য পা্েচ্ছ ইরিবোরো ধানের চারা রোপন। মাঘ মাসের মধ্যে ইরিবোরো ধানের চারা রোপনের উপযুক্ত সময়। উপজেলার প্রত্যান্তাঞ্চলে ঘুরে কৃষকদের সাথে আলোচনা করে জানা গেছে, আবহাওয়া অনুকুল, সরকারের নির্দেশে কৃষি সম্প্রসারন বিভাগের কঠোর তত্ত্বাবধানে  সেচ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহে কোন সমস্য না হওয়ায় ইরিবোরো আবাদের লক্ষ্য মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিনোদপুরের কৃষক জগলুল, মনাকষার কৃষক জেম সহ কয়েকজন কৃষক জানান এ বছরে ইরিবোরো ধানের ভাল ফলনের উজ্জল সম্ভাবনা রয়েছে। শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা মোহাঃ আমিনুজ্জামান জানান, এ মৌসুমে শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌসভায়  প্রায় ৬হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে ইরিবোরো ধানের রোপন চলছে এবং লক্ষ্যমাত্রা আরো বৃদ্ধি পেয়ে ৮হাজার হেক্টর জমিতে ইরিবোরো ধানের আবাদ  সম্পূর্ন হবে। তিনি আরো জানান এ মৌসুমে বি আর ২৮, বি আর ২৯, বি আর ৫৫, পারিজা, সমসিসহ বিভিন্ন  জাতের উন্নত ফলনশীল ধানের আবাদ হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সফিকুল ইসলাম সফিক, নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৪-০২-১৬

,