জেলায় পালিত হল জাতীয় প্রাথমিক শিক্ষ সপ্তাহ

‘মান সম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ প্রতিপাদ্যেকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বনার্ঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সাটু হলে শেষ হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলরুবা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, জেলা তথ্য অফিসার ওহেদুজ্জামান জুয়েলসহ প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীরা।
র‌্যালি শেষ প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শণ করা হয়।
এদিকে আমদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, মানসম্মত শিক্ষা জাতির প্রতিঞা” শ্লোগানে ৪ থেকে ১২ ফেব্রয়ারী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে  আলোচনা সভায় মিলিত হয়।
গোমস্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফেরদৌসি বেগম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, উপজেলা হিসাব রক্ষন অফিসার রকিব উদ্দিন, উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ইন্সটেকটর আবুল কাসেম, শিক্ষক মুনসুর আলী প্রমূখ।
অন্যদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান,  জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার নুর ইসলামের সভপতিত্বে  উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা সমবায় কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এএসএম নকিবুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রহমান, কামাল উদ্দিন, শাহানাজ আক্তার, ইমামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, গোহালবাড়ী সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান আলীসহ অন্যরা।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০২-১৬

, ,