একবছরে শিবগঞ্জে নাশকতার জড়িত গ্রেফতার সাড়ে ৮ হাজার

গত একবছরে শিবগঞ্জে পুলিশী অভিযানে বিভিন্ন মামলায় জড়িত প্রায়  সাড়ে ৮হাজার আসামী গ্রেফতার করেছে পুলিশ। একই সময় প্রায় সাড়ে ২৩ হাজার ফেনসিডিল ও ইনজেকশন ২৮টি আগ্নেয়াস্ত্র, ২শ ১০ রাউন্ড গুলি, ১শ ৫৮টি ককটেল, ১শ ১৬টি পেট্রোলবোম উদ্ধার করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এমএম ময়নুল ইসলাম জানান, অস্ত্রব্যবসা রোধে গত এ বছরে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৪ জন অস্ত্রব্যবসায়ীকে ২৭টি পিস্তুল, ৫৪টি ম্যাগজিন,২শ ১০ রাউন্ড গুলি ১টি একনলবিশিষ্ট বন্দুক, ১শ ৫৮টি ককটেল ও ১শ ১৬টি পেট্রোলবোমা সহ গ্রেফতার করেছে এবং  আলাদা আলাদা মামলা হয়েছে। মাদক ব্যবসা রোধে  বিভ্ন্নি স্থানে অভিযানে ১ কেজি হিরোইন, ১শ চোলাইমদ, ৪০ কেজি গাঁজা, ১৫ হাজার ১শ ৩৬ বোতল ফেনসিডিল, ৮হাজার ২শ ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে। রাজনৈতিক সহিংসতা ও নাশকতার মামলায় উপজেলা চেয়ারম্যানসহ জামায়াত ও শিবিরের ৭৬ জন শীর্ষ স্থানীয় নেতাসহ  ১ হাজার ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা  হয়েছে।  বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৮শ ৪৭ জন পলাতক আসামী ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ২ হাজার ৫০ জন ও অন্যান্য  মামলার ৩ হাজার ৪শ ৭৩ জন  পলাতক আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান অন্যান্য বছরের তুলনায়  ২০১৫সালে নাশকতা মূলক ঘটনা উলে¬খযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০১৩ সালে নাশকতামূলক ঘটনা ঘটেছিল ৪৯টি ২০১৪সালে ১৩টি এ্বং ২০১৫সালে ঘটেছে ২০টি। এর আগে থানায় শতশত মামলা ঝুলন্ত অবস্থায় থাকলেও বর্তমানে মাত্রা ৪৯টি মামলা ঝুলন্ত অবস্থায় আছে। তিনি আরো জানান ২০১৩-১৪সালে জামায়াত বিএনপির তান্ডবে শিবগঞ্জ অশান্ত হয়ে উঠলেও বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে শিবগঞ্জ উপজেলায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০২-১৬

,