সরকারি কলেজে নির্মাণ হল জাতীয় শহীদ মিনারের আদলে নতুন শহীদ মিনার

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে জাতীয় শহীদ মিনারের আদলে নির্মাণ করা হয়েছে নতুন শহীদ মিনার। ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে কলেজ চত্বরে নির্মিত আগের শহীদ মিনারের স্থলে নির্মাণ করা হয় এই নতুন শহীদ মিনার। শনিবার আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করা হয়েছে।
সকালে সরকারি কলেজ মাঠে শহীদ মিনারের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের পর নবনির্মিত শহীদ মিনারের পাদদেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, উপাধ্যক্ষ ইব্রাহিম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেরাজুল ইসলাম, কলেজ শিক্ষক দাউদ আলী, প্রকৌশলী আনম ওয়াহেদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক মহিত কুমার দা’, রেডক্রিসেন্ট সোসাইটি’র মনিম-উদ-দৌলা চৌধুরী, ক্রীড়া সংগঠক শফিকুল আলম ভোতা, গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। স্থানীয়ভাবে সংগ্রহ অর্থ থেকে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে এই শহীদ মিনার নির্মাণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০২-১৬