জোহুরপুর সীমানে বিএসএফ’র গুলিতে এক যুবক আহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহুরপুর সীমান্তে শনিবার ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ’র গুলিতে জাহাঙ্গীর আলম (৩০) নামের এক যুবক আহত হয়েছে। ভারতে গরু আনতে গিয়ে বিএসএফ’র হামলার শিকার হন জাহাঙ্গীর।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহম্মেদ জুনাইদ আলম খান জানান, শিবগঞ্জের সাতরশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর ভোরে ভারতে গরু আনতে গেলে জোহুরপুর-বাখরআলী ক্যাম্পের বিপরীতে ভারতের নুরপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। তিনি জানান, ভারতের তিন কিলোমিটার অংশে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আহত হবার পর বাংলাদেশে পালিয়ে এসে গোপনে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থান সর্ম্পকে কিছু জানা যায়নি।
এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র কাছে প্রতিবাদসহ পতাকা বৈঠকের প্রস্তাব জানানো হয়েছে। বিজিবি জানায়, পতাকা বৈঠকের প্রস্তাবে বিএসএফ’র পক্ষ থেকে রোববার পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০২-১৬
চাঁপাইনবাবগঞ্জ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহম্মেদ জুনাইদ আলম খান জানান, শিবগঞ্জের সাতরশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর ভোরে ভারতে গরু আনতে গেলে জোহুরপুর-বাখরআলী ক্যাম্পের বিপরীতে ভারতের নুরপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। তিনি জানান, ভারতের তিন কিলোমিটার অংশে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আহত হবার পর বাংলাদেশে পালিয়ে এসে গোপনে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থান সর্ম্পকে কিছু জানা যায়নি।
এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র কাছে প্রতিবাদসহ পতাকা বৈঠকের প্রস্তাব জানানো হয়েছে। বিজিবি জানায়, পতাকা বৈঠকের প্রস্তাবে বিএসএফ’র পক্ষ থেকে রোববার পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০২-১৬