এইট এ সাইড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে এটাই বাস্তব ক্রিকেট দলের জয়
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ফকিরপাড়া ওয়ারিয়ার্স ক্লাব আয়োজিত ফকিরপাড়া কলাবাগান মাঠে অনুষ্ঠিত এফ.পি.এল এইট এ সাইড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ এর বুধবার রাতের খেলায় জয় পেয়েছে এটাই বাস্তব ক্রিকেট দল। তারা ৬৩ রানে মৃধাপাড়া তরুণ সংঘ কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে এটাই বাস্তব ক্রিকেট দল ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিজান ৫৭, কাইয়ুম ১৩ রান করে। মৃধাপাড়া তরুণ সংঘের বোলার ফরহাদ ৪ ওভার ৩৩ রান ৫টি, হাসান ৩ ওভার ৩০ রানে ১টি উইকেট লাভ করে। ১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মৃধাপাড়া তরুণ সংঘ ৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সজিব ২৮, আউয়াল ১৮ রান করে। এটাই বাস্তব ক্রিকেট দলের বোলার মোহাম্মদ আলী ৩ ওভার ১৮ রানে ৩ টি, কাইয়ুম ৩ ওভার ১৭ রানে ১টি উইকেট লাভ করে। এখেলায় ম্যান অব দ্যা ম্যাচ মিজান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৪-০২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৪-০২-১৬