রাজশাহীতে একের পর এক কাকের মৃত্যু

রাজশাহীতে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে কাক। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনের চত্বরে অনেক কাক মরে পড়ে থাকতে দেখা যায়। হঠাৎ করে এত কাক মরে যাওয়ার ঘটনাটি ভাবিয়ে তুলছে অনেককে।
প্রত্যক্ষদর্শী টিটু শেখ জানান, রামেক হাসপাতালের সামনের গাছগুলোতে শহরের কাকগুলোর আনাগোনা বেশি থাকে। বুধবার সকাল থেকে প্রতিদিনের মতো কাকের আনাগোনা ছিল। সকাল ১০টার দিকে গাছ থেকে অসুস্থ হয়ে একের পর কাক মাটিতে পড়তে থাকে। একটি-দুইটি করতে করতে অনেক কাক। প্রথমে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরেই কাকগুলো মারা যাচ্ছে।এ ছাড়া নগরীর শালবাগান, উপশহর এলাকাসহ কয়েকটি জায়গায় রাস্তার পাশে কাক মরে পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ হোসেন জানান, এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। এভিয়েন ইনফ্লুয়েঞ্জা থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সূত্রঃ এনটিভি অনলাইন/ ০৪-০২-১৬