আতাহার দক্ষিণ শহরে কৃষককে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার দক্ষিণ শহর এলাকায় শনিবার এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত কৃষকের নাম বাসেদ আলী (৫৫)। তার বাড়ি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর কাচারী গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাযহারুল ইসলাম জানান, বাসেদ আলী তার জমি থেকে কপি তুলে ভ্যানযোগে ফেরার সময় অজ্ঞাতনামা দূর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায়। তিনি বলেন, ‘ কি কারণে এই হত্যাকান্ড তা এখনও জানা যায়নি’।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে বাসেদ আতাহার এলাকায় কৃষি কাজ করে আসছিল। এবারও ওই এলাকায় ব্যাপক পরিমাণ জমিতে কপিসহ শীতকালীন সব্জী আবাদ করে। অন্যান্য দিনের মত শনিবার তার কৃষি জমি থেকে কপি তুলে ফিরছিল। দুর্বৃত্তরার ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে তার ঘারে কোপ মারে। এতে সে নিহত হয়। এদিকে, বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৬
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাযহারুল ইসলাম জানান, বাসেদ আলী তার জমি থেকে কপি তুলে ভ্যানযোগে ফেরার সময় অজ্ঞাতনামা দূর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায়। তিনি বলেন, ‘ কি কারণে এই হত্যাকান্ড তা এখনও জানা যায়নি’।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে বাসেদ আতাহার এলাকায় কৃষি কাজ করে আসছিল। এবারও ওই এলাকায় ব্যাপক পরিমাণ জমিতে কপিসহ শীতকালীন সব্জী আবাদ করে। অন্যান্য দিনের মত শনিবার তার কৃষি জমি থেকে কপি তুলে ফিরছিল। দুর্বৃত্তরার ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে তার ঘারে কোপ মারে। এতে সে নিহত হয়। এদিকে, বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৬