গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হল জামায়াত নেতা আবু বাক্কার > শিবগঞ্জেও আটক একজন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিকীকে শনিবার দুপুরে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা তীরবর্তী বণিক সমিতির পেছন থেকে গোয়েন্দা পুলিশের একটি দল আবু বকর সিদ্দিকীকে গ্রেফতার করে।
হামিদুর রশিদ বলেন, ‘এ সময় সেখান থেকে ৭ টি ককটেল ও ৫ শ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। সে নাশকতা ও সহিংসতার একাধিক মামলা আসামী। সদর থানায় তার বিরুদ্ধে ৮ মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল’।

এদিকে, শিবগঞ্জে রাজনৈতিক সহিংসতা, নাশকতা, সরকারি কাজে বাধা দেয়াসহ ১০ মামলার আসামী মোব্বাসের ইসলাম (৪০) নামের জামায়াত কর্মীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শনিবার সকালে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জামায়াত কর্মী শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার হাজীডাঙ্গা গ্রামের মৃত. ডা. ওয়াজিউল ইসলামের ছেলে। শিবগঞ্জ থানা উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, গ্রেফতারকৃত জামায়াত কর্মী মোব্বাসেরের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, নাশকতাসহ ১০ টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলায় সে ওয়ারেন্টভূক্ত। সে দীর্ঘদিন পলাতক ছিল। তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে হাজতে পাঠান হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৬

,