ছাত্রলীগের মানববন্ধন > একটি হয়েছে, একটি হয়নি

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে আয়োজন করা দু’টি মানববন্ধন কর্মসুচির একটি হয়েছে অন্যটি হয়নি। মানববন্ধন কর্মসুচিকে ঘিরে ছাত্রলীগের এই ‘মুখোমুখি আয়োজন’ সকালে শহরে কিছুটা উত্তেজনার সৃষ্টি করে। তবে, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষে এক পক্ষের মানববন্ধন।
দলীয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা ইসলামপুরের একটি হত্যা মামলার আসামী হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ব্যানারে শনিবার সকালে শহরের সেন্টু মার্কেট চত্বরে মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। এদিকে, এই আয়োজনকে ঘিরে ছাত্রলীগের আরেকটি অংশ একই দিন একই সময় সেন্টু মার্কেট সংলগ্ন প্রেসক্লাবের সামনে পাল্টা মানববন্ধন কর্মসুচির আয়োজন করে বসে। চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনের দাবি ছিল ‘ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতাকারীদের বহিস্কারের দাবি’।
স্থানীয়রা জানায়, জেলা ছাত্রলীগের নেতাকর্মীরাসহ দিয়াড় অঞ্চলের ছাত্ররা সেন্টু মার্কেটে জামায়েত হলে একই সময় শহর ছাত্রলীগের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। ফলে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ সেন্টু মার্কেট এলাকায় জমায়েত হওয়াদের সরিয়ে দিলে ওই মানববন্ধন আর হতে পারেনি। তবে, শহর ছাত্রলীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শান্তিপুর্ণভাবে। মানববন্ধনের পরে তারা শহরে বিক্ষোভ মিছিলও করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৬