ধাইনগরে গান পাউডারসহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ধাইনগর ইফনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কারকে র‌্যাব সাড়ে ৯ কেজি গান পাউডারসহ আটক করেছে। এ সময় আটক করা হয় তার এক সহযোগীসহ ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১ হাজার টাকার একটি জাল নোট।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার অলোক বিশ্বাস জানান, ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গৌনটোলা এলাকায় বিষ্ফোরক ও জাল টাকার কেনা বেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় গুপ্তমানিক গৌনটোলা গ্রামের কামরুজ্জামানের ছেলে আবু বাক্কার (৩৩) এবং তার সহযোগী একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে আবু হানজালা (২৫) কে গান পাউডার, গুলি ও ম্যাগজিনসহ হাতেনাতে আটক করা হয়।
র‌্যাব জানায়, আবু বাক্কার ও হানজালা বিষ্ফোরক সরবরাহের সঙ্গে জড়িত।
এদিকে, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ধাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী আবু বাক্কারকে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। তাকে আব্দুল কাদেরকে সভাপতি এবং আবু বাক্কারকে সাধারণ সম্পাদক করা হয়। সেই থেকে বাক্কার ইউনিয়নে সাধারণ সম্পাদক হিসেবেই দায়িত্ব পালন করে আসছেন’।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছিুক শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির একনেতা বলেন, ‘ আটক হওয়া আবু বাক্কার শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। পল্লী বিদ্যুত আন্দোলনের সময় ‘ঝাড়কা পার্টি’র নেতৃত্বে ছিল আবু বাক্কার। সেই থেকে গোলাম রাব্বানীর সংগ্রাম পরিষদের সঙ্গে যুক্ত ছিল সে’। তিনি বলেন, ‘ উপজেলা সম্মেলন আয়োজনের প্রাক্কালে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের সময় গোলাম রাব্বানীর বাড়িতে ‘ইউনিয়ন সম্মেলন’ আয়োজন করে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের যে কমিটি গঠন করা হয় তাতে তাকে সাধারণ সম্পাদক করা হয়’।
অন্যদিকে দলীয় সূত্র জানিয়েছে, গোলাম রাব্বানীর ‘আস্থাভাজন’ আবু বাক্কার সাধারণ সম্পাদক হওয়ার পর এলাকায় আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরিণ দ্বন্দ্ব সৃষ্টি হয়। কয়েক মাস আগে এলাকায় ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় একজন নিহতও হয়।
র‌্যাব সূত্র জানায়, অভিযানে উদ্ধার হওয়া সাড়ে ৯ কেজি গান পাউডার দিয়ে স্থানীয়ভাবে তৈরী হওয়া দেড় হাজারেরও বেশী ককটেল বানানো সম্ভব। বিষ্ফোরকসহ আটক আবু বাক্কার ও তার সহযোগী আবু হানজালাকে বিকেলে শিবগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম জানান, র‌্যাবের পক্ষ থেকে আবু বাক্কার ও আবু হানজালার বিরুদ্ধে মঙ্গলবার শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিষ্ফোরক আইনে মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ও নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১২-০১-১৬

,