বৃহস্পতিবার শপথ নিবেন নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরা
ব্যাপক উৎসাহ উদ্দীপনার পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র দু’ সপ্তাহের মাথায় নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের দায়িত্ব দেয়া হচ্ছে। ইতোমধ্যে আগামী বৃহস্পতিবার শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে নব নির্বাচিতদের।
সূত্র জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর দিনব্যাপি ভোট গ্রহণ শেষে ওই দিন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, শিবগঞ্জ পৌরসভা, রহনপুর পৌরসভা ও নাচোল পৌরসভার সংশ্লিষ্ট রির্টানিং অফিসার এই চার পৌরসভায় ৪ জন মেয়র, ৪২ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। বেসরকারিভাবে বিজয়ীদের নির্বাচিত ঘোষণার পর গত ৭ জানুয়ারি নির্বাচিতদের তালিকা সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করা হয়।
পৌরসভাগুলোর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে জানিয়েছে, গেজেট প্রকাশের পর মঙ্গলবার নির্বাচন অফিস থেকে তাদের পৃথক পৃথকভাবে ফোন করে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৪ জানুয়ারি বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সকাল সাড়ে দশটায় রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীনের নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০১-১৬
সূত্র জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর দিনব্যাপি ভোট গ্রহণ শেষে ওই দিন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, শিবগঞ্জ পৌরসভা, রহনপুর পৌরসভা ও নাচোল পৌরসভার সংশ্লিষ্ট রির্টানিং অফিসার এই চার পৌরসভায় ৪ জন মেয়র, ৪২ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। বেসরকারিভাবে বিজয়ীদের নির্বাচিত ঘোষণার পর গত ৭ জানুয়ারি নির্বাচিতদের তালিকা সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করা হয়।
পৌরসভাগুলোর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে জানিয়েছে, গেজেট প্রকাশের পর মঙ্গলবার নির্বাচন অফিস থেকে তাদের পৃথক পৃথকভাবে ফোন করে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৪ জানুয়ারি বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সকাল সাড়ে দশটায় রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীনের নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০১-১৬