পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেছে রাজমিস্ত্রীর শরীর

নওগাঁর পত্নীতলায় একটি বাড়িতে রডের কাজ করার সময় গোবিন্দ (২২) নামে এক রাজমিস্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঙ্গলবার দুপুরে মারাত্বক আহত হয়েছে। দূর্ঘটনায় তার দুই হাত ও পা ঝলসে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পতœীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত গোবিন্দর বাড়ি পাশ^বর্তী ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামে। নজিপুর পৌরসভায় হরিরামপুরে বাসায় রডের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে রড লেগে গেলে  সে দূর্ঘটনার পড়ে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা, নওগাঁ/ ১২-০১-১৬