৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, যাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় শহরের গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এই উপলক্ষে বিদ্যালয় মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, এনডিসি রামকৃষ্ণ বর্মন, বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ৩ দিনব্যাপী মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন স্টল বসিয়েছেন।
শেষে অতিথিগণ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরী বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে অবহিত হন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০১-১৬