শাহনেয়ামতুল্লাহ কলেজে মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে শাহনেয়ামতুল্লাহ কলেজে মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের সামনে মানববন্ধন শেষে মরহুম সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া, শাহ নেয়ামতুল্লাহ কলেজের বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক কনক রঞ্জন দান, দর্শন বিভাগের প্রধান-সহকারী অধ্যাপক বজলার রহমান, ইসলাম শিক্ষার প্রভাষক নুরুল ইসলম। আলোচনা সভার সঞ্চালোনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক নওসাবা নওরিন নেহা ও বিলকিস আরা বানু।
এ ছাড়াও মাদকবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ করা হয় প্রায় ২শটি লিফলেট বিতরণ করা হয়। মাদকবিরোধী অভিযান ও প্রচারণার মাস জানুয়ারি  উপলক্ষে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহযোগিতায় এইসব কর্মসূচির আয়োজন করা হয়।
এ দিকে আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, “ এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত জীবন গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ী অজগড়া গ্রামের পল্লী সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আয়োজিত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন অজগড়া পল্লীসমাজের সভানেত্রী জাহানারা বেগম। এতে বক্তব্য রাখেন, বাঙ্গাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসঃ নাসরিন বেগম,ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মাঠ সংগঠক রোজিনা খাতুন, মানবাধিকার আইন সহায়তা কর্মসূচীর  মাঠ সংগঠক নিলুফার খাতুন প্রমূখ। এছাড়া মানববন্ধনে শিক্ষক,ছাত্র-ছাত্রী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০১-১৬