জেলায় ২৭ কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা দিবেন ১৭ হাজার পরীক্ষার্থী

সোমবার সারা দেশের সাথে চাঁপাইনবাবগঞ্জেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ( ভোকেশনাল) পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ১৭ হাজার ১০৩ জন পরীক্ষার্থী অংশ নিবে। জেলার মোট ২৭টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা গ্রহণের সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (সাব কেন্দ্র গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়সহ) ১ হাজার ৬৮০ জন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (সাব কেন্দ্র ফুলকুড়ি উচ্চ বিদ্যালয়সহ)  ১ হাজার ৭৬৯ জন, শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (সাব কেন্দ্র শিবগঞ্জ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ) ২ হাজার ২২১জন, কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (সাব কেন্দ্র কানসাট সোলেয়মান কলেজসহ) ১ হাজার ৬৪৭ জন, দাদনচাক এইচএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৭৩ জন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (সাব কেন্দ্র নাচোল মহিলা ডিগ্রী কলেজসহ) ৭১৫ জন, নাচোল খ. ম. বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭৬ জন, নেজামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২৩ জন, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪৮ জন, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৫ জন, রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১৮ জন, চৌডালা দ্বিমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৯ জন, দেওপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮৩ জন, ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন কেন্দ্রে ২৮৪ জন, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২১ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নেবেন।
দাখিল পরীক্ষার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা কেন্দ্রের ৪৬৭জন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় ও শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এরবাইরে চাটাইডুবি আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩৭২ জন, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে (সাব কেন্দ্র শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজসহ) ১ হাজার ৭৬২ জন, গোমস্তাপুর প্রসাদপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৬৪১ জন, নাচোলের বেগম মহাসিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৫৪ জন, ভোলাহাটের গোহালবাড়ি ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২০১ জন।
এসএসসি (ভোকেশনাল) এসএসসি (দাখিল) পরীক্ষার্থীদের মধ্যে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ২০৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন বারঘরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। বারঘরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কেন্দ্রের ১২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। শিবগঞ্জের মনকষা জামিলা পারভিম মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইন্সটিট্উিটের ২২৫ জন পরীক্ষার্থী শিবগঞ্জ ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, নাচোলের মুক্তাপুর উচ্চ বিদ্যালয়ের  ১৩০ জন পরীক্ষার্থী নাচোল মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিবেন।
গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১৭৫ জন পরীক্ষা একই বিদ্যালয়ে পরীক্ষা দিবেন। আর ভোলাহাটের ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশনের ২০০ জন পরীক্ষার্থী নিজ ইনস্টিটিউশনসহ গোহালবাড়ি ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিবেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০১-১৬