এবার সীমান্তে কচ্ছপের হাড় উদ্ধার

চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে আগে কচ্ছপ উদ্ধার, কচ্ছপসহ চোরাকারবারী আটকের ঘটনা থাকলেও এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে কচ্ছপের হাড় উদ্ধার হয়েছে। বুধবার সোনামসজিদ বালিয়াদিঘি গণকবর এলাকা বিজিবি এই কচ্ছপের হাড়গুলো উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ জুনাইদ আলম খান জানান, সোনামসজিদ সীমাস্ত ফাঁড়ির সুবেদার আকতার হোসেনের নেতৃত্বে¡ একটি টহল দল বুধবার ভোররাতে সীমান্ত পিলার ১৮৫/১৪-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গণকবর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করা হয়। একই সময় ৩৬২ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়।
উদ্ধার করা কচ্ছপের হাড় ও ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা বলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০১-১৬

,