তর্তিপুর মহাশ্মশানে ৬৪ সরা শ্রীমন্মাহা প্রভুর ভোগ মহোৎসব

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দূরদূরান্ত থেকে আসা কৃষ্ণভক্ত বৈষ্ণব ও সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষের অংশ গ্রহণে শিবগঞ্জ উপজেলায় পদ্মার শাখা পাগলা নদীর তীরে তর্তিপুর মহাশ্মশানে বুধবার দিনব্যাপী ৬৪ সরা শ্রীমন্মাহা প্রভুর ভোগ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। তর্তিপুর মহাশ্মশান কমিটি, উত্তরবঙ্গ বৈঞ্চব সংঘ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ শাখা যৌথভাবে প্রথমবারের মত এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কির্তন, ধর্মালোচনা, কৃষ্ণনাম জপতে জপতে মহাশ্মশান প্রদক্ষিণ ও অংশগ্রহণারীদের মাঝে ৬৪ সরার ভোগ পরিবেশন করা হয়। শ্যাম কিশোর গোস্বামীর পৌরহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র কারিবুল হক রাজিন। ধর্মালোচনা করেন শ্যামকিশোর দাস গোস্বামী, নিভাস কুমার পাল প্রমূখ। কির্তন পরিবেশন করেন স্বপন কুমার রবিদাস ও তাাঁর দল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৭-০১-১৬

,