মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের প্রবীন রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ভাষা সৈনিক ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় শহীদ সাটু হল চত্বরে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক ডাঃ গোলাম রাব্বানী, পৌরসভার নবনির্বাচিত ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম, বিএমএর অর্থ সম্পাদক ডাঃ দুরুল হোদা, ডাঃ ওমর ফারুক, ডাঃ নাহিদ ইসলাম মুনসহ অন্যরা। এসময় ১’শ ১০ জনের হাতে ১টি করে কম্বল তুলে দেন অতিথিরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১-০১-১৬