নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীট নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় হতে একটি বর্নাঢ্যর‌্যালী নামোশংকরবাটী নতুনহাট, নয়ানশুকা , তেলিপাড়া ,চরাগ্রাম ও চৌমহনী এলাকা প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বওে এসে শেষ হয়। র‌্যালীতে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মার্শাল, সাবেক সহকারি প্রধান শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবদুল হান্নান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রীদেও অবিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ র‌্যালী অংশগ্রহন করেন। র‌্যালী শেষে আলোচনা সভা ও মাদক বিরোধী শপথ পাঠ করানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১-০১-১৬