প্রতিবন্ধী ও আদিবাসী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রতিবন্ধী ও আদিবাসী উন্নয়ন ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি তরিকুল ইসলাম টুকুর সভাপতিত্বে শীতবস্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর।এসময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী ও আদিবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম বারী, ইউডিপিএস নদী ও জীবন-২ প্রকল্প গোদাগাড়ী উপজেলার ফোকাল পারশন আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমের সম্পাদক শহীদুল হুদা অলক, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রনজু, জিবাস নদী ও জীবন-২ প্রকল্পের ব্যবস্থাপক এনামুল কবীর খোকন, জিবাসের কো-অর্ডিনেটর সুজন আলী প্রমুখ। এবারে জিবাসের সার্বিক সহযোগিতায় ও ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের দুর্গম চরাঞ্চল পাঁকা ইউনিয়নে দরিদ্র ও শীতার্তদের মাঝে ২ হাজার একশত পিস, চাঁপাইনবাবগঞ্জ সদও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামঞ্চলের দরিদ্র মানুষের মাঝে ১হাজার একশতপিস, চাঁন্দলাই নূরানী মাদ্রাসার লিলাহ বোডিং এ ৫০ পিস, মৃধাপাড়া গোরস্থান মাদ্রাসা লিল্লাহ বোডিং ৫০ পিস, হেলালপুর ইয়াতিম খানায় ৪০পিস, মৌল্লিকপুর ইয়াতিম খানায় ৫০পিস, আতাহার বুলুনপুর এলাকার আধিবাসী ও দরিদ্রদের মাঝে ১২০পিস, বারোঘরিয়া এলাকায় দুস্থদের মাঝে ৫০পিস, আজাইপুর নূরানী মাদ্রাসা ও এলাকার দরিদ্রদেও মাঝে ৫০পিস, রানীহাটি মাদ্রাসা ও ইয়াতিম খানায় ৫০পিস সহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে রেলস্টেশন, বাস স্টেশন এলাকায় ছিন্নমূল ও ভ্রাম্যমান দরিদ্র মানুষের মাছে ৩৪০ পিস মিলে মোট ৪ হাজার কম্বল বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১-০১-১৬