নির্বাচন পরিস্থিতি জানাতে বিএনপি নেতারা গেলেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে

চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভা নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে রোবাবর বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচনের রিটার্নিং অফিসার নজরুল ইসলামের সঙ্গে আলোচনা করেছেন।
বেলা সাড়ে ১১ টার দিকে তারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান। এ সময় বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ্বের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র উপদেষ্টা শামসুল হক, উপজেলা বিএনপি’র সভাপতি তসিকুল ইসলাম তসি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দীন।
তারা মৌখিকভাবে নির্বাচনে কিছু কিছু এলাকায় সরকারি দলের আচরণ বিধি লংঘনের কথা তুলে ধরেন এবং সব প্রার্থী যাতে প্রচার প্রচারণাসহ অন্যান্য ক্ষেত্রে সমান সুযোগ তা নিশ্চিত করার অনুরোধ জানান।
বিএনপি সূত্র জানিয়েছে, রিটার্নিং অফিসার নজরুল ইসলাম একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদেরকে জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১২-১৫