চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প সমাপ্ত

মহাতাবু জালসার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ৪দিনব্যাপী চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প শেষে হয়েছে। শনিবার রাত ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বিদ্যুৎ ও জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার স্কাউটসের কোর্স লিডার মনিরুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মুখলেসুর রহমান আকন্দ। এতে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, রোভার স্কাউটস সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , প্রশিক্ষক সারফুদ্দিন আহমেদ, প্রশিক্ষক হাবিবুর রহমান আবদুল কাদের, গুলনাহার, আমিরুল মোমেনীন, শামীম উদ্দিন, সাইদুর রহমান প্রমুখ।
এবারের ৪ দিনব্যাপী বিদ্যুৎ ক্যাম্পে জেলার ২০টি কলেজের ৪০ জন রোভার এ ক্যাম্পে অংশগ্রহণ করেন। সমাপনীদিনে মহা তাবু জালসায় রোভার স্কাউটস সদস্যরা বিভিন্ন গ্রপে ভাগ হয়ে বিদ্যুৎ অপচয়ের ব্যাপারে জনসাধারণ সহ শিক্ষার্থীদের সচেতনতা করার ব্যাপারে নাটক, গান ও অভিনয় করে দেখান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১২-১৫