প্রথমবারের মত সরকারি কলেজে অনুষ্ঠিত হল গনিত প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ৪৫ মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল প্রথম বারের মত গনিত প্রতিযোগিতা। রোববার সকালে কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় এই আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় কলেজের প্রায় শতাধিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। গনিত প্রতিযোগিতার সার্বিক দিক পর্যবেক্ষন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, গনিত বিভাগের সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আবদুল খালেক। অনুষ্ঠানে অংশ গস্খহণকারী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, সারওয়ার জাহান সজল, মিনহাজুল ইসলাম মিনহাজ।
প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীসহ মোট ১০ জনকে আগামী ১৬ ডিসেম্বর কলেজের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১২-১৫