শিবগঞ্জে দলীয় প্রার্থীর পথসভায় গণতন্ত্রের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন হারুনুর রশিদ
বিএনপির রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চাঁপাই নবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুন অর-রশিদ বলেছেন, বর্তমান অবৈধ হাসিনার সরকার বন্ধুকের নল দিয়ে দেশ থেকে গণতন্ত্র তুলে দিয়ে একনায়েকতন্ত্র চালু করেছে। হাজার হাজার বিএনপি সমর্থিত সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে। অনেক মা-বোনকে ছেলে হারা সন্তান হারা করেছে। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সারা দেশের ন্যায় শিবগঞ্জেও বিএনপির প্রার্থী সফিকুল ইসলামকে ধানের শীর্ষ প্রতীকে অনিবার্য হয়ে পড়েছে। তাই ৩০ ডিসেম্বর আসন্ন পৌরসভা নির্বাচনে খালেদা জিয়ার মনোনীত মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি সফিকুল ইসলামকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে এক পথসভায় এসব কথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আশরাফ আলী, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান সুমন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলি মিঞার ছেলে অধ্যাপক সাইমুম পারভেজ মিদুল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল ফারুক কুইকসহ অন্যান্যরা। এর আগে বিএনপি নেতা হারুন সকাল থেকেই শিবগঞ্জের বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-১২-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-১২-১৫