চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন > ‘এক’ পুরুষ বেশী

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার মোট ভোটার এক লাখ ২৫ হাজার ২৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ২৭৭ এবং মহিলা ভোটার ৬৩ হাজার ৯৯২ জন। অর্থাৎ পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের পরিমাণ ২ হাজার ৭১৫ জন বেশী। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মোট ৫৭ টি কেন্দ্রের মধ্যে ২২ টি কেন্দ্রে হচ্ছে পুরুষ ও মহিলা আলাদা আলাদাভাবে। এসব কেন্দ্রেগুলোয় কেন্দ্রভিত্তিক শুধুই পুরুষের এবং শুধুই মহিলাদের ভোট গ্রহণ করা হবে। এই ২২ টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রেই পুরুষদের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা প্রায় একশ করে বেশী হলেও ব্যতিক্রম মাত্র একটি কেন্দ্র। যেখানে মহিলাদের চেয়ে পুরুষ ভোটার মাত্র একজন বেশী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েল পুরুষ কেন্দ্রের ভোটার ১ হাজার ৭৭১ জন এখানে মহিলা কেন্দ্রের ভোটার ১ হাজার ৮১৪ জন। একইভাবে দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নতুন ভবনে পুরুষ ২ হাজার ৮৭ জন,  পুরাতন ভবনে মহিলা ২ হাজার ১৮৮ জন, শংকরবাটি হেফজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে পুরুষ ১ হাজার ৮৪১ জন, নামোশংকবাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মহিলা ১ হাজার ৯৫৬ জন, আজাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ১ হাজার ৬৩৯ জন, আজাইপুর বালিকা বিদ্যালয়ে ১ হাজার ৭৯৪ জন, চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় দক্ষিণ পার্শ্ব কেন্দ্রে পুরুষ ২ হাজার ৫১১ জন একই বিদ্যালয়ের উত্তর পার্শ্ব কেন্দ্রে মহিলা ২ হাজার ৬৫৯ জন। রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটর ২ হাজার ৪৯৪ জন এখানকার রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যায়ে মহিলা রেকর্ড পরিমাণ বেশী। তাদের সংখ্যা ৩ হাজার ৮ জন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট কেন্দ্রে কেন্দ্রে পুরুষদের চেয়ে মহিলাদের আধিক্য থাকলেও ব্যতিক্রম ঘটনা রয়েছে রেহায়চর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে মহিলাদের চেয়ে পুরুষ ভোটর মাত্র ১ জন বেশী। এ বিদ্যালয়ের টিনসেড কেন্দ্রে মহিলা ভোটার ১ হাজার ৮৬৪ জন আর দ্বিতল ভবন কেন্দ্রে ১ হাজার ৮৬৫।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১২-১৫