কানসাট পল্লীবিদ্যুৎ মোড়ে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা বাবু নিহত আহত ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লীবিদ্যুৎ মোড়ে সোনামসজিদ মহাসড়কে ট্রাক চাপায় ওয়াহেদুজ্জামান বাবু (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা ব্রাক্ষনডাঙ্গা এলাকার তরিকুল ইসলামের ছেলে। সে জেলা ছাত্রলীগের একাংশের সাংগঠনিক সম্পাদক ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলার মরিফুল ইসলামের ছেলে ওয়ালিউল্লাহ (২৩) ও রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শালবাগান এলাকার শাহজাহান আলীর ছেলে উজ্ঝল(২৭)।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার সময় মোটরসাইকেলে করে ওয়াহেদুজ্জামান,উজ্জল ও ওয়ালিউল্লাহ চাঁপাইনবাবগঞ্জ যাবার সময় কানসাট পল্লী বিদ্যুতের মোড়ে বিপরীত দিক থেকে আসা সোনামসজিদ স্থলবন্দরগামী দ্রুতগতির একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৭৬০০) মোটরসাইকেলে থাকা ৩ জনকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় বাবু। এ সময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অপর আরোহীকে স্থানীয়া উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় স্থানীয়া ট্রাক ও ট্রাককের চালক সাকিল হোসেনকে আটক করে পুলিশে দেয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-১২-১৫
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার সময় মোটরসাইকেলে করে ওয়াহেদুজ্জামান,উজ্জল ও ওয়ালিউল্লাহ চাঁপাইনবাবগঞ্জ যাবার সময় কানসাট পল্লী বিদ্যুতের মোড়ে বিপরীত দিক থেকে আসা সোনামসজিদ স্থলবন্দরগামী দ্রুতগতির একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৭৬০০) মোটরসাইকেলে থাকা ৩ জনকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় বাবু। এ সময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অপর আরোহীকে স্থানীয়া উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় স্থানীয়া ট্রাক ও ট্রাককের চালক সাকিল হোসেনকে আটক করে পুলিশে দেয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-১২-১৫