চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা > যে যে প্রতিক নিয়ে লড়ছেন প্রার্থীরা

প্রতিক পাওয়ার পরপরই পুরো দমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রার্থীরা।
চলতি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মেয়র পদে দলীয়ভাবে নির্বাচন করছেন চারজন মেয়র প্রার্থী। তাদের জন্য দলীয় প্রতিক নির্ধারিত ছিল আগে থেকেই। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী দু’জন পেয়েছেন অন্য প্রতিক।
নির্বাচন অফিস জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী সামিউল হক পেয়েছেন নৌকা, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ধানের শীষ, জাসদের প্রার্থী মনিরুজ্জামান মনির পেয়েছেন মশাল, জাতীয় পাটির শাহজাহান আলী পেয়েছেন লাঙ্গল, অন্যদিকে স্বতন্ত্র দুই প্রার্থী বর্তমান পেয়র মাওলানা আব্দুল মতিন পেয়েছেন নারিকেল গাছ ও জেলা জামায়াতের আমির স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের পেয়েছেন জগ প্রতীক।
ওয়ার্ডে ওয়ার্ডে যারা লড়ছেন যে যে প্রতিক নিয়েঃ
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও তাদের প্রতিকঃ

সংরক্ষিত আসন ১ (ওয়ার্ড ১,২,৩) প্রতিদ্বন্দ্বীতাকারী কাউন্সিলর প্রার্থী মোছাঃ নারগীস বেগমের প্রতীক কাঁচি,মোসাঃ গোলেনুর বেগমের প্রতীক মৌমাছি, মোসাঃ ফুলেরা খাতুনের প্রতীক চুড়ি, মোসাঃ মিনা বেগমের প্রতীক ভ্যানিটি ব্যাগ, মোসাঃ মোসলেমা বেগম (মুসি)’র প্রতীক আঙ্গর, মোসাঃ লাকী আক্তারের প্রতীক চকলেট।
সংরক্ষিত আসন ২ (ওয়ার্ড ৪, ৫ ও ৬ ) মোছাঃ কারিমা আখতার বানু পেয়েছেন (মৌমাছি), মোসাঃ মতিয়ারা বেগম (পুতুল), মোসাঃ মাসকুরা বেগম (আঙ্গর), মোসাঃ রেহেনা পারভীন (ভ্যানিটি ব্যাগ) মোসাঃ সায়েরা বেগম  (কাঁচি) প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত আসন ৩ (৭, ৮ ও ৯) নাজনীন নাহার (ভ্যানিটি ব্যাগ), মোসাঃ মনজুয়ারা বেগম (আঙ্গুর), মোসাঃ সিদ্দিকা সিরাজুম মনিরা (কাঁচি)।
সংরক্ষিত আসন ৪ (১০, ১১ ও ১২) বর্তমান কাউন্সিলর (সংরক্ষিত) শরিফা খাতুন বেবী (কাঁচি), মোছাঃ সেলিনা খাতুন (ভ্যানিটি ব্যাগ), শাকেরা খাতুন (আঙ্গুর)।
সংরক্ষিত আসন ৫ (১৩, ১৪ ও ১৫) মোসাঃ সাকিনা খাতুন (মৌমাছি), মোসাঃ আনোয়ারা বেগম (কাঁচি), মোসাঃ রাজিয়া বেগম (ভ্যানিটি ব্যাগ), হাসনে আরা বেগম (গ্যাসের চুলা), নারগিস জামান (পুতুল), মোসা. ববি (চকলেট), তাসলিমা আনোয়ার কলি (আঙ্গুর) ও মরিয়ম পেয়েছেন (চুড়ি) প্রতীক ।
সাধারণ কাউন্সিলর প্রার্থীদের নাম ও প্রতিকঃ
১নং ওয়ার্ডের ইফতিখার আহম্মদ পেয়েছেন (ডালিম), মোহাঃ আব্দুল খালেক (টেবিল ল্যাম্প), মোঃ জাহাঙ্গীর কবির পেয়েছেন (উটপাখি), মোঃ তাইফুর রহমান (পাঞ্জাবী), মোঃ নূরুল ইসলাম পেয়েছেন পানির বোতল প্রতীক।
২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ জিয়াউর রহমান পেয়েছেন পানির বোতল, মোঃ শহীদ হোসনে রানা পেয়েছেন পাঞ্জাবী, শাহ জালাল শাহীন পেয়েছেন টেবিল ল্যাম্প, হুমায়ন কবির পেয়েছেন উটপাখি, আশরাফুল আলম পেয়েছেন ডালিম।
৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউসুফ আলী পেয়েছেন টেবিল ল্যাম্প, ইসলমাইল হোসেন পেয়েছেন ব্লাক বোর্ড,  তফিকুল ইসলাম পেয়েছেন স্ক্রু ড্রাইভার, তামিজউদ্দিন পেয়েছেন উটপাখি, বদিউজ্জামান রাজাবাবু পেয়েছেন ব্রিজ, মজিবুর রহমান পেয়েছেন ডালিম, রবিউল ইসলাম (রবি) পেয়েছেন পাঞ্জাবী, এনামুল হক পেয়েছেন পানির বোতল।
৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুল্লাহ হায়দার পেয়েছেন উটপাখি, আবুল হাসান পেয়েছেন ডালিম, দুরুল হোদা পেয়েছেন পানির বোতল ও মতিউর রহমান পেয়েছেন পাঞ্জাবী।
৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন পানির বোতল, আকবর আলী পেয়েছেন পাঞ্জাবী,
আব্দুল গণি পেয়েছেন উটপাখি, আহসান হাবিব পেয়েছেন টেবিল ল্যাম্প, সাদেকুল ইসলাম পেয়েছেন ডালিম প্রতিক।
৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম পেয়েছেন ব্রিজ, আব্দুল করিম পেয়েছেন ডালিম, আবুল বাসার খান পেয়েছেন পাঞ্জাবী, আব্দুল বারেক পেয়েছেন টেবিল ল্যাম্প,  আলমগীর হোসেন পেয়েছেন উটপাখি, লতিফুল ইসলাম মামুন পেয়েছেন গাজর, শফিকুল ইসলাম পেয়েছেন টিউব লাইট, মোহাম্মদ আলী পেয়েছেন পানির বোতল।
৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মোমিন পেয়েছেন পাঞ্জাবী, জিয়াউল ইসলাম পেয়েছেন পানির বোতল, নুরুল ইসলাম পেয়েছেন  উটপাখি, কুরবান আলীর প্রতীক টেবিল ল্যাম্প।
৮ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুস সালেক পেয়েছেন পানির বোতল, ফজলুর রহমান পেয়েছেন ডালিম, মইদুল ইসলাম পেয়েছেন পাঞ্জাবী, শাহ আলমের প্রতিক উটপাখি।
৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফজাল হোসেন পেয়েছেন উটপাখি, আবুল কালাম আজাদ পেয়েছেন টেবিল ল্যাম্প,  আব্দুস সালাম পেয়েছেন পানির বোতল।
১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন উটপাখি, বাদরুল আলম পেয়েছেন ডালিম, মমরেজুল আখতার পেয়েছেন পানির বোতল।
১১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হান্নান পেয়েছেন টেবিল ল্যাম্প, আব্দুল হাই পেয়েছেন পাঞ্জাবী, নাইমুল হক পেয়েছেন ডালিম, সাইদুর রহমান পেয়েছেন পানির বোতল, সৈয়দ লিয়াকত আলী পেয়েছেন উটপাখি।
১২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাচ্চু পেয়েছেন ডালিম, ইব্রাহিম আলী পেয়েছেন টেবিল ল্যাম্প, কবিরুল ইসলাম পেয়েছেন পানির বোতল, রেজাউল করিম পেয়েছেন উটপাখি, শহিদুল ইসলাম পেয়েছেন ব্রিজ, সাইদুর রহমান পেয়েছেন পাঞ্জাবী। 
১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন উটপাখি, তসিকুল ইসলাম পেয়েছেন পাঞ্জাবী, নূর আলমের প্রতীক পানির বোতল ।
১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম কবির পেয়েছেন পাঞ্জাবী, দুলাল আলী পেয়েছেন পানির বোতল, শাহ আলমের প্রতীক টেবিল ল্যাম্প, সেরাজুল ইসলাম জারজিস পেয়েছেন উটপাখি প্রতীক ।
১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এ.আর আব্দুর রহিম পেয়েছেন ব্রিজ, আজিজুর রহমান পেয়েছেন পানির বোতল, আমিরুল মোমেনীন বাবু পেয়েছেন ঢেঁড়শ, মো. আলমগীর পেয়েছেন ব্ল্যাক বোর্ড, ইউনুসুর রহমান পেয়েছেন ডালিম, ইকবাল হোসেন ছোটকু পেয়েছেন গাজর, নাজমুল হোদা পেয়েছেন উটপাখি, বাসির উদ্দিন পেয়েছেন ফাইল কেবিনেট, মুঞ্জুর হোসেন পেয়েছেন টেবিল ল্যাম্প, রুহল আমিন পেয়েছেন স্ক্রু ডাইভার, রেজাউল করিম পাঞ্জাবী ও শাখাওয়াত হোসেন শওকত পেয়েছেন টিউব লাইট প্রতিক।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১২-১৫