সরকারি কলেজ বাংলা বিভাগের সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজে বাংলা বিভাগের সাহিত্য বিষয়ক আন্তর্জাতিক মানের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজ চত্বরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও গবেষক ড. ঋত্বিক চক্রবর্তী, পশ্চিম বঙ্গের ড. দেবযানী চক্রবর্তী, অরূপ চন্দ্র, আইরিন পারভীন, ইকবাল হোসেন, কলেজের জিয়াউল হক ও ড. চন্দন আনোয়ার।  সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। এসময় স্থানীয় কবি-সাহিত্যিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা এপার বাংলা-ওপার বাংলার বাংলা ভাষীদের নিয়ে সকলে একত্র হয়ে সাহিত্যকে আরও এগিয়ে নিতে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি মোহিত কুমার দাঁ সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সাহিত্য পরিষদের মহাসচিব সিরাজুল করিম, ড. দেবযানি চক্রবর্তী, অরূপ চক্রবর্তী, আরিন পারভিন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টী তপন চন্দ্র সেন, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাহিত্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য সম্মেলনের পর দ্বিতীয় পর্বে কবিতা পাঠের আসরে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যাক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। কবিতা পাঠের আসর শেষে বাংলাদেশ ও ভারতের শিল্পীর সম্বনয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১২-১৫