বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন প্যারালিগ্যাল গ্রুপের সদস্য এনামুল হক তুফান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, লিডার অফ ইনফ্লুয়েন্স কমিটির সদস্য তৌহিদা খাতুন কমলা, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির জেলা প্রতিনিধি এ্যাড. ইয়াসমীন আরা খুশিসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লিডার অফ ইনফ্লুয়েন্স কমিটির সদস্য রোকসানা আহমেদ ও গৌরি চন্দ সিতু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তনা হক শান্তা, জুঁই আক্তার, কারিমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দেশে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানুষের অধিকার আদায়ে বর্তমানেও মানববন্ধন ও সমাবেশ করতে হচ্ছে। মানুষের অধিকার নিশ্চিত করার জন্য সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১২-১৫